বিশেষ সংবাদদাতা : আবাহনীর জন্য লাকি গ্রাউন্ডই হয়ে গেছে বিকেএসপি। মিরপুর, ফতুল্লায় টানা ৩ ম্যাচ হেরে বিকেএসপিতে এসে জয়ের দেখা পেয়েছে আবাহনী। বিকেএসপিতে সর্বশেষ ২টি বড় ম্যাচ জিতে সুপার লীগের স্বপ্ন দেখা আবাহনী শেষ ২ রাউন্ডের ম্যাচ ভেন্যু হিসেবে পাচ্ছে সেই বিকেএসপিকেই! আগামী ১ জুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের বিপক্ষে এবং আগামী ৬ জুন সিসিএস’র বিপক্ষে আবাহনীর ম্যাচ ২টির জন্য বিকেএসপিকে ভেন্যু হিসেবে নির্ধারিত করে শেষ ২ রাউন্ডের ফিকশ্চার প্রকাশ করেছে সিসিডিএম। শেষ রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক খেলবে বর্তমানের রানার্স আপ প্রাইম দোলেশ্বরের বিপক্ষে,অথচ গুরুত্বপূর্ণ এই ম্যাচটির ভেন্যু মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম নয়, নির্ধারিত হয়েছে ফতুল্লায়! প্রথম লেগের ১১ ম্যাচের মধ্যে আবাহনীর ৫টি ম্যাচ বিকেএসপিতে, তা দৃষ্টিকটূ দেখালেও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের কো অর্ডিনেটর আমিন খানের যৌক্তিক ব্যাখ্যাÑ ‘সবাইকে সমান করে দিলাম। কোন কোন দল তো ৬ ম্যাচ খেলছে মিরপুরে, ফতুল্লায়ও কেউ কেউ পাঁচ ছয় ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে, কই এ নিয়ে তো কথা উঠছে না।’ ফিকশ্চার তৈরির ক্ষেত্রে কোন ধরনের হস্তক্ষেপ হচ্ছে না বলেও জানিয়েছেন আমিন খানÑ ‘সম্পূর্ণ স্বাধীনভাবে ফিকশ্চার তৈরি করছি আমি। কারো কোন হস্তক্ষেপ নেই এতে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন