ফরিদপুরের সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চরব্রাক্ষনদী গ্রামে নিজেদের সেটপিটক ট্যাংক পরিস্কার করতে গিয়ে সৌদি প্রবাসী মিরাজ হাওলাদার ও তার স্ত্রী চায়না বেগমের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দিকে এই ঘটনা ঘটে। নিহত মিরাজ ওই এলাকার রাশেদ হাওলাদারের পুত্র।
সদরপুর থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান ও স্থানীয়রা জানান, উপজেলার সদরপুর ইউনিয়নের চরব্রাক্ষনদী গ্রামে নিজেদের সেটপিটক ট্যাংক সৌদি প্রবাসী মিরাজ হাওলাদার প্রথমে ট্যাংকটি পরিস্কার করতে নামে এরপর তার কোন খোঁজ না পেয়ে স্ত্রী চায়না বেগম সেপটিক ট্যাংকের ভিতর নামলে তারও মৃত্যু হয়।
পরে স্থানীয়রা সেখান থেকে তাদেরকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তবরত ডাক্তার মৃত ঘোষনা করে। মাসখানে আগে সৌদি থেকে ঈদ করতে বাড়ীতে আসে মিরাজ হাওলাদার। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেছে বলে জানান সদরপুর থানার ওসি। এদিকে স্বামী-স্ত্রীর মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন