দিনাজপুরের বিরলে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সীমান্তের প্রতিটি পয়েন্টে মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের নাকের ডোগার উপর দিয়ে চলছে মাদকের রমরমা বেচা কেনা। দায়িত্ব প্রাপ্ত প্রশাসনিক বাহিনীর সদস্যাদের দায়িত্বে অবহেলা আর উদাসীনতার কারণে সীমান্ত পয়েন্ট গুলি অরক্ষিত হয়ে পড়েছে। ফলে অনায়াসে ভারত থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদক। সীমান্ত এলাকা গুলি ঘুরে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ধর্মজইন সীমান্ত এলাকার কাঁঠালিয়া পাড়া মহুয়া তলা, এনায়েতপুর সীমান্তের গোবরা বিল, ডুংডুংগী সীমান্তের ডাউয়াতলী, শালতলা, চেচেই হাট ভান্ডারা সীমান্তের বান্দইল, পুকুরপাড়, শুইহারা রামচন্দ্রপুর সীমান্তের বৈরাগীপাড়া, বালান্দোর, মৌচুষা ঠাকুর পাড়া, কিশোরীগঞ্জ সীমান্ত এলাকার ঠনঠনিয়া, রামচন্দ্রপুর, এবং খোপড়া এলাকার বিভিন্ন পয়েন্টে এসব মাদক আসছে। তবে বিভিন্ন সূত্র জানিয়েছেন এই অবৈধ মাদকের ব্যবসার সাথে আইন শৃংখলা বাহিনীর কতিপয় অসাধু ব্যাক্তি জড়িত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন