রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে বর্ষা মৌসুম আসার আগেই অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের রমরমা ব্যবসা চলিয়ে যাচ্ছে। উপজেলার বহরপুর,সোনাপুর, নারুয়া,সমাধীনগর, জামালপুর বালিয়াকান্দি বেরুলীসহ বিভিন্ন বাজার গুলোতে ঘুরে দেখা যায়, মুদি দোকান,শুতার দোকান ও ফুটপাতের দোকানে গুলোতে প্রকাশ্য দিনে এবং রাতে সাজিয়ে রেখে অবৈধ কারেন্ট জাল বিক্রি করছে ব্যবসায়ীরা। হাটের দিন হলে দোকান গুলোতে অবৈধ কারেন্ট জাল দোকানে সাজিয়ে রেখে বিক্রি করছে। এই অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের ব্যাপারে এলাকায় সচেতন মানুষ থাকলেও এ ব্যাপারে কোন পদক্ষেপ নেই। উপজেলার বহরপুর বাজারের শুতার দোকানদার বাবু ওরফে টগরকে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি চুপচাপ থাকেন। এ ভাবে কারেন্ট জালের ব্যবসা চলতে থাকলে দেশী জাতের মাছের বংশ বিনাশ ঘটবে। এ ব্যাপারে প্রশাসন সজাগ না হলে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করলে দেশীয় জাতের মাছের দেখা মিলবে না বলে অভিজ্ঞমহল ধারনা করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন