শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

যুদ্ধজাহাজ পাঠানো প্রতিযোগিতা নয়

হুয়াওয়ের সাথে না পেরেই মার্কিন নিষেধাজ্ঞা : মাহাথির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

চীনা কোম্পানি হুয়াওয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং নিরাপত্তা নিয়ে বিশ্ব ধারণার বিরুদ্ধে দাঁড়িয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, প্রতিযোগিতায় টিকতে না পেরেই হুয়াওয়েকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। টোকিওতে ফিউচার অব এশিয়া ফোরামের সম্মেলনে এ কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের এমন আচরণকে হুমকি-ধামকি মন্তব্য করে মাহাথির বলেন, ‘আমি যদি আপনার চেয়ে এগিয়ে না থাকি তাহলে আপনাকে নিষিদ্ধ করবো। যুদ্ধ জাহাজ পাঠাবো। এটাই হচ্ছে। অথচ এটা কোনো প্রতিযোগিতা না।’ এর আগে মাহাথির জানান, মালয়েশিয়া যতটা সম্ভব হুয়াওয়ের পণ্যগুলো ব্যবহার করে যাবে। তবে তিনি নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা স্বীকার করেন। একই সঙ্গে বলেন, হুয়াওয়ের পণ্য ব্যবহার থেকে মালয়েশিয়াকে বিরত রাখা যাবে না। ৯৩ বছর বয়সী এই নেতা আরও বলেন, মালয়েশিয়ার চেয়ে হুয়াওয়ের গবেষণা সক্ষমতা অনেক বেশি। সুতরাং আমরা যতোটুকু সম্ভব তাদের প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করবো। মাহাথির বলেন, সকলেই জানে যদি কোন দেশ মালয়েশিয়ার দিকে হাত বাড়াতে চায় তবে তাকে অনেক দূর পাড়ি দিতে হবে। আমরা বাধা দেবো না। কারণ, এটি সময়ের অপচয়। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন