শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

থেমে নেই ভাড়া বৃদ্ধি

বরং চলছে অব্যাহত গতিতে

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০১৯, ১২:৫২ পিএম

থেমে নেই সিরাজগঞ্জের অতিরিক্ত যানবাহন ভাড়া আদায় বরং চলছে অব্যাহত গতিতে। ঈদের পূর্বে ভাড়া বৃদ্ধি দ্বিগুণ, তিনগুণ হলেও ঈদের পরেও সে অবস্থার কোন পরিবর্তন ঘটেনি। বরং ঈদের পরে পাল্লা দিয়ে বেড়েছে পরিবহন ভাড়া। যাত্রীদের সিরাজগঞ্জ থেকে চান্দাইকোণা পর্যন্ত ঈদের আগে ৪০ টাকার ভাড়া ৬০ টাকা নেয়া হলেও ঈদের পরে নেওয়া হচ্ছে ৭০ টাকা। সিরাজগঞ্জ হইতে কড্ডার মোড়ের ভাড়া ঈদের পূর্বে ২০ টাকা নিলেও এখন ঈদের পরে ৩০ টাকা নেওয়া হচ্ছে। এমনিভাবে সকল রুটে ভাড়া বৃদ্ধি হয়েছে। সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক মালিক সমিতির খোড়া যুক্তি অনুযায়ী সিরাজগঞ্জ থেকে ঢাকার ভাড়া ঈদের ৭দিন পূর্বে ও ঈদের ৭ দিন পরে ২৫০ টাকার স্থলে ৪০০ টাকা করে নেয়ার ঘোষনা দিলেও ঈদের ৭ দিন পরের (১২-১৩ জুন) ভাড়া একই ভাবে আদায় করা হচ্ছে। অথচ যাত্রীদের এভাবে পকেট কাটা হলেও তা দেখার যেন কেউ নেই। রমজানে মূল্য বৃদ্ধি হবে না, ট্রেনের ছাদে যাত্রী উঠবে না, ঈদের ঘরে ফেরা যাত্রীরা যানজটে পড়বে না, বাসে বা ট্রেনের টিকিটের মূল্য বৃদ্ধি হবে না এগুলোর বাস্তব প্রয়োগ হচ্ছে না। শুধু কথার ফুলঝুড়ি। বাস্তবে অসম্ভব বলে মনে করেন ভূক্তভোগীরা। উত্তরাঞ্চলের যাত্রীরা এহেন অবস্থাতে কবে মুক্তি পাবে এ প্রশ্নের জবাব দেবে কে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন