শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট চেম্বারের চেয়ারে আ‘লীগ নেতা আসাদ উদ্দিন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুন, ২০১৯, ৩:০৯ পিএম

সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রশাসকের চেয়ারে বসেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে চেম্বার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব হস্তান্তর করেন সদ্য বিদায়ী সভাপতি খন্দকার শিপার আহমদ। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। চেম্বারের বিগত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান, ওয়াহিদুজ্জামান ভুট্টো, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান জামিল, মো. আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু ও জাকিরুল আলম জাকির প্রমুখ।
নবনিযুক্ত প্রশাসক আসাদ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহনকালে বলেন, বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারিত ১২০ দিনের মধ্যে সিলেট চেম্বারের নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। ঐতিহ্যবাহী এ সংগঠনটির সুনাম দেশ-বিদেশে অনেকটাই ক্ষুন্ন হয়েছে নির্বাচন নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব আদালতে গড়ানোয়। সেকারনে গ্রহনযোগ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমাকে প্রশাসকের মতো কঠিন একটি দায়িত্বাভারে প্রদান করেছে বাণিজ্য মন্ত্রণালয়। তিনি বলেন, সকলের মতামত নিয়েই নির্ধারিত সময়ের মধ্যে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করতে চাই আমি । রবিবার বেলা সাড়ে ১২টার দিকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণকালে একথা বলেন আসাদ উদ্দিন আহমদ।
সিলেট চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি খন্দকার শিপার আহমদের কাছ থেকে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় সদ্য বিদায়ী সভাপতি খন্দকার শিপার আহমদ বলেন- গত ২ বছর দায়িত্ব পালনে সিলেটের সকল মহলের সহযোগিতা পেয়েছেন। তবে আইনী নিষেধাজ্ঞার কারণে নির্বাচন আয়োজন করতে পারেননি। তবে আগামীতে নির্বাচনে আয়োজনে নবনিযুক্ত প্রশাসককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদানের ঘোষনা দেন তিনি। বক্তব্য রাখেন- সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। চেম্বারের বিগত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি মো. এমদাদ হোসেন, পরিচালক মো. সাহিদুর রহমান, ওয়াহিদুজ্জামান ভুট্টো, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, আব্দুর রহমান জামিল, মো. আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্ট্ ুও জাকিরুল আলম জাকির।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন