বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

১১ মাসে রফতানি আয় ৩৭৭৫ কোটি ডলার

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০১৯, ১২:০৪ এএম

২০১৮-১৯ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) ৩ হাজার ৭৭৫ কোটি ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। এ আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১১ দশমিক ৯২ শতাংশ বেশি। গতকাল রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।

তথ্যানুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে পণ্য রফতানিতে বৈদেশিক মুদ্রার লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। প্রথম ১১ মাসে লক্ষ্যমাত্রা ৩ হাজার ৫৪০ কোটি ডলার। এই সময়ে আয় ৩ হাজার ৭৭৫ কোটি ৬ লাখ মার্কিন ডলার। যা লক্ষ্যমাত্রার তুলনায় ৬ দশমিক ৬৪ শতাংশ বেশি। গত ২০১৭-১৮ অর্থবছরের ১১ মাসে রফতানি আয় ছিল ৩ হাজার ৩৭২ কোটি ৮৮ লাখ ডলার।

একক মাস হিসেবে গত মে মাসে রফতানি আয় হয়েছে ৩৮১ কোটি ৩৩ লাখ ডলার। গত বছরের মে মাসে ছিল ৩৩২ কোটি ডলার। প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭৮ শতাংশ।
এ অর্থবছরের ১১ মাসে মোট রফতানি আয়ে তৈরি পোশাকের অবদান ৮৪ শতাংশের বেশি। এই সময়ে তৈরি পোশাক খাতের রফতানি আয় এসেছে ৩ হাজার ১৭৩ কোটি ৩৮ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় চেয়ে ১২ দশমিক ৮২ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক খাতের আয় ছিল ২ হাজার ৮১২ কোটি ডলার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন