শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

টোকিও অলিম্পিকে রোমান সানা

বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুন, ২০১৯, ১:১৪ এএম

নেদারল্যান্ডসে বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশের পক্ষে অবিস্মরণীয় সাফল্য দেখিয়েছেন লাল-সবুজের সেরা তীরন্দাজ রোমান সানা।

এই সাফল্যে রোমান ২০২০ সালে টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করে দেশের হয়ে গড়েছেন নতুন ইতিহাস। এর আগে গলফার সিদ্দিকুর রহমান বাংলাদেশ থেকে প্রথমবার কোটা প্লেস পেয়ে ২০১৬ ব্রাজিল অলিম্পিকে খেলেছিলেন। এবার ইতিহাস গড়ে টোকিওতে খেলতে যাচ্ছেন রোমান সানা।

অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেও রোমান বিশ্ব আরচ্যারি চ্যাম্পিয়নশিপের শেষ চারে সফল হতে পারেননি। সেমিতে হেরে গেছেন মালয়েশিয়ান প্রতিপক্ষের কাছে।

বৃহস্পতিবার প্রতিযোগিতার রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে রোমান সানা ৭-৩ সেটে হার মানেন মালয়েশিয়ার খায়রুল আনোয়ারের কাছে। একই দিনে রিকার্ভ মিশ্র ইভেন্টে সাফল্য পায়নি বাংলাদেশ। রোমান সানা ও বিউটি রায় জুটি প্রি-কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরেছে ৬-২ সেট পয়েন্টে। রোববার রোমান নামবেন ব্রোঞ্জর লড়াইয়ে।

এর আগে আসরের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রোমান সানা স্বাগতিক আরচ্যার ফন ডেন বার্গকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছিলেন। প্রি-কোয়ার্টার ফাইনালে রোমান সানা ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কিম উ জিনকে। তৃতীয় রাউন্ডে তিনি অস্ট্রেলিয়ার প্রতিযোগীকে হারিয়েছিলেন ৬-৪ সেট পয়েন্টে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন