প্রস্তাবিত ২০২৯-২০ অর্থবছরের বাজেটকে প্রত্যাখান করেছে গণফোরাম। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বাজেট ২০১৯-২০: গণফোরাম-এর মতামত’ শীর্ষক বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় বাজেট প্রত্যাখ্যান করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণফোরামের সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। তিনি বলেন, এই বাজেট জনগণের বাজেট নয়, এটি একটি অদূরদর্শী ও দুর্বলভাবে প্রণীত বাজেট। এই বাজেটে দেশের প্রকৃত সমস্যা মোকাবিলার কোনো চেষ্টা নেই।
এছাড়া বাজেটটি যারা প্রণয়ন করেছে দেশের ভবিষ্যত নিয়ে তাদের কোনো চিন্তা নেই উল্লেখ করে তিনি বলেন, এই বাজেটে ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, দারিদ্র ও বেকারত্বের মতো সমস্যা মোকাবিলার কোনো উদ্যোগ নেই। এই বাজেটে দেশের জণগণের স্বার্থহানী ঘটেছে। তিনি বলেন, বর্তমানে দেশে যারা লুটেপুটে খাচ্ছে এবং যারা অবৈধভাবে বিদেশে অর্থ পাচার করছে বাজেটটি তাদের সুবিধার জন্য করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন