শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বাংলাদেশ ম্যাচের আগে ব্র্যাথওয়েটের শাস্তি

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ২:১৪ এএম

বাংলাদেশ ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দুঃসংবাদ। ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন কার্লোস ব্র্যাথওয়েট। একই সঙ্গে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে তিরস্কারও করেছে আইসিসি। সাউথ্যাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৪তম ওভারে ব্র্যাথওয়েটকে আম্পায়ার কট বিহাইন্ড আউট দিলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এক বিবৃতিতে জানায়, ব্র্যাথওয়েট তার বিরুদ্ধে আনা অভিযোগ ও ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া শাস্তি মেনে নিয়েছে। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। দুই বছরের মধ্যে ডিমেরিট পয়েন্ট চার হলে একটি টেস্ট, অথবা দুটি ওয়ানডে, অথবা দুটি টি-টোয়েন্টিতে নিষেধাজ্ঞার শাস্তি পেতে হবে। যে সংস্করণ আগে আসবে শাস্তি হবে সেই সংস্করণে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন