শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিলেটকে স্মার্ট ও পর্যটন সিটি হিসেবে গড়ে তোলা হবে : মেয়র আরিফ

সিসিকের উচ্ছেদ অভিযান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৬ জুন, ২০১৯, ৪:৩৩ পিএম

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘হেলদি সিটি’ ‘স্মার্ট সিটি’ ও পর্যটন সিটি হিসেবে সিলেট নগরকে সাজাতে যা যা করার দরকার তার সবকিছুই করবে সিটি কর্পোরেশন। প্রয়োজনে জীবন বাজি রেখে নগরবাসীকে দেয়া ওয়াদাপূর্ণ করবেন তিনি।
রোববার ( ১৬ জুন) নগরীর বন্দরবাজার মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় রাস্তায় অবৈধ পার্কিং ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, নগর পরিস্কার-পরিচন্ন রাখার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। তিনি বলেন, এ কাজে নগরের সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার প্রয়োজন।
এর আগে রোববার বেলা ১২টায় নগর ভবন থেকে সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিপূল সংখ্যক পুলিশ ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে অভিযানে নামেন মেয়র আরিফুল হক চৌধুরী।
নগরীর বন্দরবাজার, মহাজনপট্টি ও কালিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে এসব এলাকার রাস্তার দু’পাশ ও ফুটপাত দখল করে স্থাপনা তৈরী করে ব্যবসা করার অভিযোগে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিপূল পরিমান মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়।
অভিযানে সিসিকের ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ইলিয়াছুর রহমান, আব্দুল মুহিত জাবেদ, এসএম সওকত আমীন তৌহিদ, সিসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপূল কুমার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন