শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

প্রশ্নবিদ্ধ এরাঙ্গার বোলিং অ্যাকশন

প্রকাশের সময় : ১ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড সফরে পেসারদের চোট সমস্যায় জর্জর শ্রীলঙ্কা। এই সিরিজ থেকেই ছিটকে গেছেন দুই পেসার ধাম্মিকা প্রসাদ ও দুসমন্ত চামিরা। তার প্রভাব ভালোভাবেই পড়েছে লঙ্কান শিবিরে। প্রথম ২ টেস্টেই অসহায় অত্মসমর্পণ করে এক ম্যাচ আগেই সিরিজ খুইয়েছে অ্যাঞ্জেলো ম্যাথ্যুসের দল। এবার আরেকটি বড় ধাক্কা খেয়েছে। দ্বিতীয় টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছে ডানহাতি পেসার শামিন্দা এরাঙ্গার বোলিং অ্যাকশন। চেস্টার-লি-স্ট্রিট টেস্টে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে হারে শ্রীলঙ্কা। এই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন আলিম দার ও এস রবি, ম্যাচ রেফারি ছিলেন অ্যান্ডি পাইক্রফট। আঠারোতম টেস্টে এসে প্রশ্নবিদ্ধ হল এরাঙ্গার বোলিং অ্যাকশন। ক্যারিয়ারেই এই প্রথম তার বিপক্ষে এই অভিযোগ উঠল। দলের মতো ইংল্যান্ড সফরে সময় ভালো কাটছে না এরাঙ্গারও। তিন ইনিংসে ৪৭ ওভার বল করে একটি উইকেট পেয়েছেন তিনি। তবে ফিরে আসতে নিয়ম অনুযায়ী, ২ সপ্তাহের মধ্যে আইসিসি স্বীকৃত কোনো পরীক্ষাগারে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে এরাঙ্গাকে। ইংল্যান্ডের লফবরো বিশ্ববিদ্যালয়েই এই পরীক্ষা দিতে পারবেন ২৯ বছর বয়সী এই পেসার। সেটির ফল না আসা পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন