শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

বগুড়া সদর উপ-নির্বাচন

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ২১ জুন, ২০১৯, ১২:০৭ এএম

পারিবারিক কারণ দেখিয়ে বগুড়া সদর আসন উপ-নির্বাচনের মাঠ থেকে সরে থেকে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবীর আহম্মেদ মিঠু। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দিয়ে বলেন, পরিবার এবং সমর্থনকারী বগুড়ার ২৭টি ট্রেডের শ্রমিক সংগঠনের পরামর্শে তিনি নির্বাচন থেকে সরে যাচ্ছেন।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, জনগণ এখনও বড় রাজনৈতিক দলগুলোর বাইরে প্রতিভা সম্পন্ন মানুষদের মূল্যায়ন করার মত অবস্থায় পৌঁছেনি। এমন অবস্থায় বগুড়া সদরের মত জায়গায় বড় রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচন করা অর্থহীন। মূলত সে কারণেই সরে গেলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলন বগুড়ার সেক্রেটারি ইঞ্জিনিয়ার শামসুল হক, পৌর কাউন্সিলর ও তার সহোদর সৈয়দ সার্জিল আহম্মেদ টিপু, সিনিয়র শ্রমিক নেতা মুনুসর রহমান, মোমিন মন্ডলসহ শতাধিক নেতাকর্মী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন