শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বালাগঞ্জে নৌকার বাক্সে ২৪২৭৩ ভোট, লাঙ্গল পেয়েছে ৩৩৩৭ ভোট, সিলেট-৩ উপ-নির্বাচন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৭ পিএম

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এগিয়ে রয়েছেন বালাগঞ্জে। পুরো উপজেলার প্রাপ্ত ভোটে নৌকা প্রতিক নিয়ে ২৪২৭৩ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক পেয়েছেন ৩৩৩৭ ভোট।

এর আগে, আজ শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজন প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), বিএনপির বহিষ্কৃত প্রার্থী শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রবিউল ৪ সেপ্টেম্বর, ২০২১, ৬:২২ পিএম says : 0
চারদিকে শোনা যায় আওয়ামী লীগ কে কেউ ভালোবাসেনা কিন্তু ভোটের বেলায় দেখি সবাই ভালবাসে।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন