সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিতে নিঁখোজ ২শিশুর লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর সদরঘাটের ওয়াইজঘাট এলাকায় নৌকা ডুবিতে নিখোঁজ ২শিশুর লাশ ৫ঘন্টা পরে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। নিহতরা হচ্ছে নুসরাত(৫) ও তার ভাই মিসকাত(১২)। তাদেরকে ওয়াইজঘাট এলাকায় একটি পল্টুনের পাশ থেকে আজ শুক্রবার(২১জুন) দুপুর সাড়ে ১২টার সময় উদ্ধার করা হয়। দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ উদ্ধারকৃত লাশ দুইটির সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের রিপোর্ট ছাড়াই লাশ দুইটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহতের বাবার নাম মোঃ বাবুল ফরাজী। তাদের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার উত্তমপুর গ্রামে।
সদরঘাট নৌ-থানার ওসি মোঃ রেজাউল করিম ভ’ইয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শামীম নামে একব্যাক্তি তার বোন জোসনা বেগম ও বোনের তিন সন্তান নুসরাত, মিসকাত ও ১বছর বয়সী নুসাইবাসকে সাথে নিয়ে সদরঘাটের ওয়াইজঘাট এলাকা থেকে একটি খেয়া নৌকাযোগে আজ সকাল সোয়া ৭টার সময় কেরানীগঞ্জের আলম টাওয়ারঘাট এলাকায় যাচ্ছিল। নৌকাটি নদীর মাঝখানে আসলে এসময় লঞ্চেরতীব্র ঢেউয়ের কারনে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এসময় তাদের চিৎকারে আশেপাশের নৌকার মাঝিরা দ্রুত ঘটনাস্থলে এসে শামীম, বোন জোসনা ও শিশু কন্যা নুসাইবাকে উদ্ধার করে। শিশু নুসাইবা তার মামা শামীমের কোলে ছিল। কিন্তু ইতিমধ্যেই শিশু নুসরাত ও মিসকাত নদীতে তলিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপ-পরিচালক দেবাশিষ বর্মনের নেতৃত্বে একদল ডুবুরিদল, নৌ-পুলিশ ও দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে যৌথভাবে তাদের উদ্ধার অভিযানে নামে।অবশেষে নিখোঁজের ৫ঘন্টা পরে তাদের দুইজনের লাশ ওয়াইজঘাটের পাশে একটি পল্টুনের কাছ থেকে উদ্ধার করা হয়। দক্ষিন কেরানীগঞ্জ থানার এসআই সাক্রাতুল ইসলাম এব্যাপারে জানান, নিহতদের পরিবারের অনুরোধে এবং তাদের কোন অভিযোগ না থাকায় নিহতদের লাশের শুধু সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্ত রিপোর্ট ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন