শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

তথ্য অধিদফতরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৯, ১২:০৪ এএম

তিনটি আঞ্চলিক দপ্তরের সাথে তথ্য অধিদফতরের ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল আলমের উপস্থিতিতে অধিদফতরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফায়জুল হকের সাথে তথ্য অধিদফতরের চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী আঞ্চলিক অফিসের উপ-প্রধান তথ্য অফিসাররা যথাক্রমে মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, ম. জাভেদ ইকবাল ও মোহাম্মদ আফরাজুর রহমান নিজ নিজ দপ্তরের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানের তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মিজান-উল আলম এ চুক্তিগুলোকে তথ্য অধিদফতরের আগামী ২০১৯-২০ অর্থবছরের কি পরিমাণ জনবল ও অর্থব্যয়ে কি কি কাজের মাধ্যমে জনগণ ও গণমাধ্যমকে সেবা দেয়া হবে তারই পরিকল্পনা হিসেবে অভিহিত করেন।

চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নিজামুল কবীর, তথ্য অধিদফতরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসারদের মধ্যে মো. শাহেনুর মিয়া, মো. জসীম উদ্দিন, মুহ. সাইফুল্লাহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন