বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাসেক্সে মুস্তাফিজকে দেখতে চান কোচ

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আইপিএল মিশনের আগে ইংলিশ কাউন্টি দল সাসেক্সের সঙ্গে চুক্তি হয়ে গেছে মুস্তাফিজুরের। আইপিএল চলাকালে ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের প্লেয়ার্স ড্রাফটে এই বাঁ হাতি কাটার মাস্টারকে দলে নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবও। ইংল্যান্ডে এখন চলছে কাউন্টি ক্রিকেট, ঢাকার ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের প্রথম পর্বের খেলাও প্রায় শেষের দিকে। সাসেক্স মুখিয়ে আছে মুস্তাফিজকে পেতে, মুস্তাফিজুরকে পাবার আশায় বিসিবি’র দিকে তাকিয়ে আছে মোহামেডানও। আইপিএল শেষে ঢাকায় ফিরে বিসিবিতে ফিটনেস টেস্ট দিয়ে সাতক্ষীরায় গ্রামের বাড়িতে এখন কাটাচ্ছেন মুস্তাফিজুর। টানা ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত মুস্তাফিজুরকে ক’দিন বিশ্রামে রাখার পক্ষে বাংলাদেশ দলের ফিজিও এবং চিকিৎসকবৃন্দ। মুস্তাফিজুরকে সাসেক্সে খেলার অনুমতি দেয়ার আগে ভাবতে হচ্ছে বিসিবিকে। বিসিবি বস নাজমুল হাসান পাপন এমপি নিজেও মুস্তাফিজুরকে বাংলাদেশের কোচিং স্টাফের চোখের আড়ালের বাইরে পাঠানোর পক্ষে নন। তবে সাসেক্স, না মোহামেডানÑ মুস্তাফিজুরের ভাগ্যটা ঝুলছে হেড কোচ হাতুরুসিংহের মতামতের উপর। ক’দিন আগে এমনটাই জানিয়েছিলেন বিসিবি’র সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। গতকাল মুস্তাফিজ ইস্যুতে  মিডিয়াকে নিজের অবস্থান জানিয়েছেন হাতুরুসিংহেÑ ‘মুস্তাফিজ সাসেক্স খেলবে কিনা এটা তার জন্য বড় কোনও ইস্যু নয়। এটা গণমাধ্যমের জন্য বড় ইস্যু। সে যেভাবে তার ক্যারিয়ার শুরু করেছে তা দারুণ। তাকে ফিট থাকতে হবে। তার পরিচর্যা করা এবং ফিট রাখাটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’
মুস্তাফিজুর ফিট থাকলে তাকে কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলার অনুমতি দেয়ার পক্ষে হাতুরুসিংহেÑ ‘মুস্তাফিজ যদি দ্রুতত উন্নতি করে এবং পারফর্ম করে, তাহলে সবচেয়ে বেশি উপকার বাংলাদেশের ক্রিকেটেরই। ওর শরীর যদি ভাল থাকে, আমার মতে ইংল্যান্ডে গিয়ে খেলাই ওর জন্য ভালো হবে।’ আগামী বছরের জুনে ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে বাংলাদেশ। সে কারনেই ইংলিশ কন্ডিশনের সঙ্গে আগে-ভাগে খাপ খাইয়ে নিতে সাসেক্সে খেলাকেই উত্তম মনে করছেন হাতুরুসিংহেÑ ‘পারফরম্যান্স ভালো করতে হলে ওই কন্ডিশনে খেলতে হবে। ওখানে না গেলে সেটা জানা যাবে না। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ইংল্যান্ডে খেলার সুযোগ পাওয়া বিরল। যদি চার জন ক্রিকেটার পাঠানোর সুযোগ থাকত, আমি চার জনই পাঠাতাম। শেখার সেরা উপায় এটিই।’
দুর্বোধ্য শ্লোয়ার ও কাটারের সঙ্গে নিখুঁত ইয়র্কারে ভীতিকর বোলার হিসেবে মুস্তাফিজুর আবির্ভূত হওয়ায় প্রতিপক্ষরা গবেষণা করে মুস্তাফিজুরের বোলিং রহস্য বের করবে বলে মনে করছেন হাতুরুসিংহে। সে কারণেই তার বুদ্ধিদীপ্ত বোলিংয়ের দিকে তাকিয়ে হাতুরুসিংহেÑ ‘আমরা সবাই জানি, তার রহস্য হয়ত খুব দ্রুতই সবাই বের করে ফেলবে। তার বুদ্ধিদীপ্ত ক্রিকেটের দিকে তাকিয়ে আছি আমি। আমরা তার লড়াইয়ে থাকার উপায় খুঁজে বের করব। তার খেয়াল রাখা, উন্নতি করানো এবং বাংলাদেশের জন্য তৈরী রাখাই আমাদের জন্য চ্যালেঞ্জ।’
সামনে টেস্টে অবতীর্ণ হতে হবে বাংলাদেশকে। দলের সেরা বোলিং অস্ত্র  মুস্তাফিজুরকে তাই টেস্টের জন্য তৈরি করার পক্ষপাতী হাতুরুসিংহেÑ ‘সে দুটি টেস্ট খেলেছে। যার মধ্যে একটিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে। শুরুটা চোখে পড়ার মতো। সামনে টেস্টের চ্যালেঞ্জ অপেক্ষা করতে হবে মুস্তাফিজুরকে। তাই তাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ফিট করে রাখা আমাদের সবার জন্য চ্যালেঞ্জ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন