শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভোলা জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাক শাহীন-এর জামিন মঞ্জুর

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৯, ৪:৫২ পিএম

ভোলার আলোচিত সাবেক ছাত্রনেতা মোশতাক আহমেদ শাহিন অবশেষে আজ রবিবার জামিনে মুক্তি পেয়েছেন। আজ ভোলার জজ কোর্ট থেকে দীর্ঘ কারাবাসের পর তিনি জামিন মন্জুর হয়েছেন।

মোসতাক আহমেদ শাহিন এর আগেও কয়েক মাস জেলে ছিলেন। এরপর একাদশ জাতীয় নির্বাচনের আগে মুক্তি পেলেও আবার তাকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি পুলিশের যৌথ অভিযানে আটক হন তিনি।

মাদক বিক্রির অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে শহরের মুসলমান পাড়া এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছিল।কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শহরের মোসলমান পাড়ায় একটি জানযা নামাজ থেকে মোস্তাক শাহিনকে পুলিশ ধরে নিয়ে এসে কোর্টে ইয়াবা মামলা দিয়ে চালান করলে আদালত তাকে জেলহাজতে পঠানোর নির্দেশ দেন। দীর্ঘ মাস কারাগারে থাকার পর আজ তিনি জামিনে মুক্তি লাভ করেন।

উল্লেখ্য মোস্তাক শাহিনকে এর আগে ভোলার পৌর মেয়র মনিরুজ্জামানকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয়। পরে আওয়ামীলীগ কার্যালয় ভাংচুর মামলা ও তজুমুদ্দিনের ডাকাতি মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন