শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

ঠাকুরগাঁওয়ে আখ চাষি সমিতির নির্বাচন না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : কেন্দ্রীয় আখ চাষি সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন যথাসময়ে না হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখ চাষি সমিতি লিঃ-এর সমর্থকরা। সম্প্রতি শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে জেলা আখ চাষি সমিতির সদস্য আব্দুল খালেক-এর সভাপতিত্বে সদর উপজেলা সাবেক চেয়ারম্যান নম্র চৌধুরীসহ বক্তারা বলেন, কেন্দ্রীয় আখ চাষি সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন যথা সময়ে না হওয়া এবং ঠাকুরগাঁও ও রংপুর বিভাগীয় কিছু অসাধু কর্মকর্তার কারণে সমিতির সদস্যরা সার্বিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
পাশাপাশি রাষ্ট্র তার আয় থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সরকারের প্রতি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন