শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ব্র্যাক ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ ঘোষণা

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

২০১৫ সালে ব্র্যাক ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২৫% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সাভারে ব্র্যাক-সিডিএম-এ গতকাল অনুষ্ঠিত ব্যাংকের ১৭তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক ব্যাংক-এর চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ শিব নারায়ন কৈরী, ড. হাফিজ জি. এ. সিদ্দিকী, কাজী মাহমুদ সাত্তার, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এবং কোম্পানী সেক্রেটারি রেইস উদ্দীন আহ্মাদ। বার্ষিক সাধারণ সভায় ব্যাংকের চেয়ারম্যান জানান, ২০১৫ সালে ব্যাংক পরিচালনা মুনাফা হিসেবে ৭,৭৯৮ মিলিয়ন টাকা অর্জন করে যা ২০১৪ সালের ৬,৭৭৪ মিলিয়ন টাকা থেকে ১৫.১২% বেশি। ব্যাংক ২০১৫ সালে কর পরবর্তী মুনাফা হিসেবে ২,৪৩৫ মিলিয়ন টাকা অর্জন করে যা ২০১৪ সালে ছিল ২,০৯১ মিলিয়ন টাকা। ব্যাংকের চেয়ারম্যান, কোম্পানীর প্রতি ধারাবাহিক সহযোগিতা প্রদান করার জন্য সকল শেয়ারহোল্ডার, স্টেকহোল্ডার এবং ব্যবস্থাপনা পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন