অর্থনৈতিক রিপোর্টার : আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক শিল্প খাতের কর্পোরেট করের হার ১৫ শতাংশ কমেছে। অর্থ আইন-২০১৬ অনুযায়ী এ খাতের কর হার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তব্যে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অন্যতম রফতানি খাত। দেশের জিডিপি প্রবৃদ্ধি ও কর্মসংস্থান তৈরিতে এ শিল্প গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের গুরুত্ব বিবেচনা করে সব সময় উল্লেখযোগ্য কর সুবিধা প্রদান করা হয়েছে। তার ধারাবাহিকতায় তৈরি পোশাক শিল্প খাতের কর্পোরেট করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। এবারের বাজেটে নতুন এ কর হার নির্ধারণ করায় আগামী ১ জুলাই থেকে কর্পোরেট কর ২০ শতাংশ প্রযোজ্য হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন