দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা এল পি গ্যাস লিমিটেড প্রথমবারের মতো বড় পর্দার কোন চলচিত্রের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্ট-২ এর কনফারেন্স রুমে।
আসছে ঈদ ঊল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ফয়সাল আহমেদ এবং সানি সানোয়ার পরিচালিত মুভি ‘মিশন এক্সট্রিম’। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। যৌথ পরিচালক হিসেবে আছেন ফয়সাল আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেড এম আহমেদ প্রিন্স, (বিজনেস ডেভেলপমেন্ট, সেক্টর এ ব্সুন্ধরা গ্রুপ), মাহবুব আলম (হেড অফ ফিন্যান্স এন্ড একাউন্টস, বসুন্ধরা এল পি গ্যাস লি.), মো. আতাঊর রহমান (এজিএম, সেলস, বসুন্ধরা এল পি গ্যাস লি.) এবং আরও উর্দ্ধতন কর্মকর্তাগণ। প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন