শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে চার্টার্ড সেক্রেটারিয়েটস

| প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

ঢাকা ক্লাবের স্যামসান এইচ চৌধুরী হলে গত শনিবার ফাইন্যান্স এক্ট ২০১৯-২০ জাতীয় বাজেট এবং নতুন শুল্ক নীতি এবং বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ক সেমিনারের আয়োজন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিয়েটস বাংলাদেশ (আইসিএসবি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. মোশাররফ হোসেন ভ‚ইয়া, সিনিয়র সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানন কুমার রায়, সদস্য (কর নীতি) ও ড. আব্দুল মান্নান শিকদার, সদস্য (কর নীতি)। এনবিআর চেয়ারম্যান বলেন, জাতীয় রাজস্ব বোর্ড মনে করে রাজস্ব আদায়ের এই লক্ষ্য অর্জনে চার্টার্ড সেক্রেটারিয়েটরা অবিচ্ছিন্ন অংশ হিসেবে কাজ করবে, যা এসডিজির লক্ষ্য অর্জনেও বিশেষ ভ‚মিকা পালন করবে।
২০১৯-২০ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ২১০ কোটি। যা চলতি অর্থ বছরেরর চেয়ে ১৭ দশমিক ৯২ শতাংশ বেশি। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) জাতীয় উন্নয়ন অব্যাহত রাখতে এই রাজস্ব আদায়ের লক্ষ্যে সকলের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি। আজিজুুর রহমান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মো. আসাদুল্লাহ স্বাগত এবং সমাপনি বক্তব্য প্রদান করেন। আরো উপস্থিত ছিলেন আইসিএসবির চেয়ারম্যান মো. সানাউল্লাহসহ পেশাজীবী চার্টার্ড সেক্রেটারিয়েটবৃন্দ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন