শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এমন হারে হতাশ ক্রুইফ

প্রকাশের সময় : ৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের প্লে-অফের অ্যাওয়ে ম্যাচে বৃহস্পতিবার তাজিকিস্তান ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশকে। ম্যাচে লাল-সবুজের ফুটবলাররা তাজিকদের সামনে দাঁড়াতেই পারেননি। দলের এমন হারে হতাশ বাংলাদেশের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। তবে দুশানবেতে অনুষ্ঠিত এ ম্যাচে স্বাগতিকদের কাছে বিধ্বস্ত হলেও হোম ম্যাচে ঘুরে দাঁড়াতে চান তিনি। আগামী মঙ্গলবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তাজিকদের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে মামুনুল বাহিনী। এ ম্যাচে শীর্ষ্যরা ঘুরে দাঁড়বে বলেই বিশ্বাস ক্রুইফের।
আন্তর্জাতিক ফুটবলে অনেকদিন থেকেই ব্যর্থ বাংলাদেশ। তারা ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই যেন বেরিয়ে আসতে পারছে না। গেল এক বছরে বিশ্বকাপ বাছাই পর্ব, সাফ চ্যাম্পিয়ন, বঙ্গবন্ধু গোল্ডকাপের পর এবার এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফেও একই অবস্থা। এশিয়ার সেরা ফুটবল টুর্নামেন্টের প্লে-অফে তাজিকিস্তানের কাছে যে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে মামুনুল বাহিনী তা ম্যাচের ফলাফলেই অনুমেয়। অ্যাওয়ে ম্যাচে হারের ব্যবধানটা বেশ বড়। তবে ক্রুইফ মনে করেন ব্যবধানটা আরও ছোট হওয়া উচিত ছিল। তা ২-০ কিংবা ৩-১ গোলের হলে তিনি অতটা হতাশ হতেন না। দলকে যেভাবে অনুশীলন কিংবা প্রস্তুত করেছিলেন তাতে এমন ফলই প্রত্যাশা ছিল কোচ ক্রুইফের। বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিডিয়াকে এমনটাই জানান এই ডাচম্যান। তাজিকদের ৫ গোলের তিনটিই হয়েছে ডেথ বলে। একটি কর্নার থেকে অন্য দু’টি ফ্রি-কিকে। আর এভাবে গোল হজম করায় নিজ দলের খেলোয়াড়দের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রুইফ। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা মামুনুল, সোহেলদের প্রসঙ্গ টেনে ক্রুইফ বলেন, ‘দলে ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছে। যারা ২ থেকে ৩ মাস জাতীয় দলের বাইরে ছিলেন। ৯০ মিনিট খেলাটা তাদের জন্য একটু হলেও কষ্টকর ছিল।’ তিনি আরো বলেন, ‘তাজিকিস্তান দলটি তারুণ্যনির্ভর। তাদের খেলার গতিও অসাধারণ। নেদারল্যান্ডস যে ধরনের ফুটবল খেলে, ঠিক তেমনই। এ দলটি বাংলাদেশের জন্য উদাহরণ হতে পারে। তবে তাজিকদের বিপক্ষে হোম ম্যাচ অবশ্যই অনেক চ্যালেঞ্জিং হবে। কিন্তু পেশাদার কোচ হিসেবে ঘরের ম্যাচে অবশ্যই আমি জয়ই প্রত্যাশা করছি। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে হোম ম্যাচে অবশ্যই মামুনুলরা জাতিকে ভালো কিছু উপহার দিতে পারবে। একটি পরাজয়েই যেসব শেষ এমনটা ভাবা ঠিক না। আমাদের সামনে সুযোগ আছে ঘুরে দাঁড়াবার। আর ফুটবলাররা সেটা করতে পারলে ম্যাচের ফলাফল আমাদের পক্ষে আসা কঠিন কিছু নয়।’ আজ রাতে দেশে ফিরবেন মামুনুলরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন