বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পপুলেশন সায়েন্সেস বিভাগের উদ্যোগে ‘২৫ ইয়ার’স অব দ্যা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট: একসেলিরেটিং দ্যা প্রমিশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ঢাবি ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনার উদ্বোধন করেন। সেমিনারে সভাপতিত্ব করেন পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ মঈনুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সাদেকা হালিম এবং ইউএনএফপিএ বাংলাদেশের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. ইকো নারিতা।
এছাড়াও এতে আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. বরকত-ই-খুদা এবং বাংলাদেশ পপুলেশন কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রব। পপুলেশন সায়েন্সেস বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মো. রবিউল হক সেমিনারে স্বাগত বক্তব্য দেন।
ঢাবি ভিসি প্রফেসর উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, মৃত্যু হার হ্রাস এবং প্রজনন স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অসাধারণ সাফল্য অর্জন করেছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে দারিদ্র বিমোচন, লিঙ্গ সমতা ও দক্ষ মানবসম্পদ তৈরির উপর তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে দিবসটি। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন :
নওগাঁ জেলা সংবাদদাতা জানায় : বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা ও পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা জানায় : দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।
বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানায় : উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সৈয়দ রাসেল রেজা, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস।
বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা জানায় : উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
ব্রাহ্মণাবড়িয়া জেলা সংবাদদাতা জানায়: দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।
চিরিরবন্দর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানায় : চিরিরবন্দরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার-নবাবগঞ্জ(ঢাকা) উপজেলা সংবাদদাতা জানায় : দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
স্টাফ রির্পোটার, গাইবান্ধা জানান : দিবসটি উলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
কালীগঞ্জ (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানায় : ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আরাফাত সরকারের সঞ্চালনায় এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ।
কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা জানায় : দিবসটি উপলক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহিমের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা : ইসমত আরা।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানায় : দিবস উপলক্ষ্যে আলোচনাসভায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক নৌ মন্ত্রী শাজাহান খান এমপি।
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানায় : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
নাঙ্গলকোট(কুমিল্লা উপজেলা সংবাদদাতা জানায়: দিবসটি উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু।
নবাবগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানায়: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসার মো. খাইরুল ইসলাম তপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান।
ঝালকাঠি জেলা সংবাদদাতা: জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা জানায় : উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রায়হানুল হক প্রমূখ।
সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা জানায় : উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বক্তব্য রাখেন।
টেকনাফ উপজেলা সংবাদদাতা জানায় : টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শ্রুতিপূর্ণ চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন