বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

এরশাদ অত্যন্ত ভদ্র রাজনীতিবিদ ছিলেন: ডা. জাফরুল্লাহ চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৯, ৪:০৮ পিএম

ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা। জানাজায় অনেক বিশিষ্টজনের সঙ্গে অংশ নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী

জানাজা শেষে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা জাফরুল্লাহর প্রতিক্রিয়া জানতে চান। এ সময় তিনি বলেন, 'এরশাদ দেশের অত্যন্ত ভদ্র একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি কাউকে কটূক্তি করেন নাই। উনার হিংসা-বিদ্বেষ ছিল না। শেষ জীবনে রাজনীতি না করতে পাড়ার অন্যতম কারণ মঞ্জুর হত্যা মামলা। এটা তাকে ভীত-সন্ত্রস্ত করে রেখেছিল। ভয় থেকে মুক্তি পেলে হয়তো রাজনীতিতে তার আরেকটু অবদান থাকতো। আমার মনে হয় আজকের দিনে উনার ভালোটাই মনে রাখি।'

জাফরুল্লাহ আরো বলেন, এরশাদ বাংলাদেশের অত্যন্ত শিক্ষিত প্রেসিডেন্ট ছিলেন। উনি একমাত্র প্রেসিডেন্ট যিনি বিশ্ববিদ্যালয়ের হলে থেকে পড়াশোনা করেছেন। হলে থাকার একটা সুফল হলো বিভিন্ন শ্রেণির লোককে চেনা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Masura ১৭ জুলাই, ২০১৯, ৮:১১ এএম says : 0
May Allah grant him jannat.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন