শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

২২ লাখ টাকার জাতীয় ব্যাডমিন্টন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ১২:৩৫ এএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় আজ থেকে শুরু হচ্ছে ২২ লাখ টাকা বাজেটের মেয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। এমএ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়ামে পাঁচ ইভেন্টের ৫ দিনব্যাপী আসরের উদ্বোধন করবেন সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ আ জ ম নাছির উদ্দীন। জেলার ৪৭টি, বিভাগীয় ৭টি, সার্ভিস ৪টি, বিশ্ববিদ্যালয় ৪টি ও একটি শিক্ষা বোর্ডসহ ৬৩টি দলের মোট ৩১৮ জন খেলোয়াড় (পুরুষ ২৬৮ ও মহিলা ৫০জন) অংশ নিচ্ছে। ইভেন্টগুলো হচ্ছে পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক ও দ্বৈত ও মিশ্র দ্বৈত। চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ধরা হয়েছে ১ লাখ ১৫ হাজার টাকা। পরশু এক সাংবাদিক সম্মেলনে ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান আমিনুল ইসলাম এসব তথ্য জানান। প্রেসক্লাবের সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ আলী আব্বাস, ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা বক্তব্য রাখেন।


বিশ্বকাপ ২০১৯ ফাইনাল
ইংল্যান্ড-নিউজিল্যান্ড, লর্ডস
টস : নিউজিল্যান্ড (ব্যাটিং)
নিউজিল্যান্ড ইনিংস রান বল ৪ ৬
গাপটিল এলবি ব ওকস ১৯ ১৮ ২ ১
নিকোলস বোল্ড প্লাঙ্কেট ৫৫ ৭৭ ৪ ০
উইলিয়ামসন ক বাটলার ব প্লাঙ্কেট ৩০ ৫৩ ২ ০
টেলর এলবি ব উড ১৫ ৩১ ০ ০
লাথাম ক ভিন্স ব ওকস ৪৭ ৫৬ ২ ১
নিশাম ক রুট ব প্লাঙ্কেট ১৯ ২৫ ৩ ০
গ্র্যান্ডহোম ক ভিন্স ব ওকস ১৬ ২৮ ০ ০
স্যান্টনার অপরাজিত ৫ ৯ ০ ০
হেনরি বোল্ড আর্চার ৪ ২ ১ ০
বোল্ট অপরাজিত ১ ২ ০ ০
অতি. (লেবা ১২, নো ১, ও ১৭) ৩০
মোট (৮ উইকেট, ৫০ ওভার) ২৪১
উইকেট পতন : ১-২৯ (গাপটিল), ২-১০৩ (উইলিয়ামসন), ৩-১১৮ (নিকোলস), ৪-১৪১ (টেলর), ৫-১৭৩ (নিশাম), ৬-২১৯ (গ্র্যান্ডহোম), ৭-২৩২ (লাথাম), ৮-২৪০ (হেনরি)।
বোলিং : ওকস ৯-০-৩৭-৩, আর্চার ১০-০-৪২-১, প্লাঙ্কেট ১০-০-৪২-৩, উড ১০-১-৪৯-১, রশিদ ৮-০-৩৯-০, স্টোকস ৩-০-২০-০। *অসমাপ্ত

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন