টাঙ্গাইলের সখিপুর থানার মানব পাচার ও জিম্মি মামলায় কামরুল নামে আরেক আসামীকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশ। এর পূর্বে গত বৃহস্পতিবার মনির নামে অপর আসামী অস্ট্রেলিয়া থেকে ঢাকায় নেমে বাড়ি যাওয়ার সময় উপজেলার তক্তারচালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সখিপুর থানা পুলিশ। এ নিয়ে ঐ মামলায় মূল আসামী লুৎফর সোহাগ তার বাবা,মা,বন্ধু ও তিনবোন জামাই সহ গ্রেফতার হলো ৯জন। লুৎফর সোহাগসহ সাতজন জামিনে রয়েছে। জানা গেছে,গত বছরের ২৩নবেম্বর গাজীপুর জেলার জয়দেবপুর থানার ১৬নং ওয়ার্ডের আনিছুর রহমান বাদী হয়ে ১৩জনের নামে সখিপুর থানায় মানব পাচার ও জিম্মি মামলা দায়ের করে। সখিপুর থানা পুলিশ এ পর্যন্ত নয়জনকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে। এর মধ্যে সাতজন জামিনে রয়েছে। সর্বশেষ গ্রেফতার হওয়া মনির ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং কামরুল ঘাটাইল উপজেলার আঠারধানা গ্রামের মৃত দেলোয়ার হোসেন এর ছেলে। কামরুলকে সখিপুর থানা পুলিশ রবিবার ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার অফিসার ইন চার্জ(ওসি তদন্ত) এ এইচ এম লুৎফুল কবীর বলেন, প্রতারক চক্র বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১১০জনের নিকট থেকে প্রতারনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ পর্যন্ত নয়জনকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন