খুলনা ব্যুরো : খুলনায় গতকাল শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করেছেন বেসরকারি পাটকল শ্রমিকরা। মহানগরীর ফুলবাড়িগেট জনতা মার্কেট চত্বরে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করে। অনশন চলাকালে সমাবেশে বক্তারা বলেন, বন্ধ হয়ে যাওয়া মহসেন জুট মিলস চালু ও শ্রমিক-কর্মচারীদের পুর্নবহাল, মহসেন ও অ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি, চূড়ান্ত বিলসহ সব বকেয়া দ্রæত পরিশোধ, অ্যাজাক্স জুট মিলের বিদ্যুৎ সংযোগ, সোনালী, আফিল, নওয়াপাড়া জুট মিল পূর্ণাঙ্গ চালু, জুট স্পিনার্স, সাগর, সিডলো মিলের সব বকেয়া পরিশোধ ও অ্যাজাক্স, সোনালী, আফিল, মহসেন জুট মিলস জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ অনশন কর্মসূচি পালন করে শ্রমিকরা। অনশন কর্মসূচি চলাকালে সমাবেশে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শেখ আনছার আলীর সভাপতিত্বে বিভাগীয় সভাপতি মোঃ আমজাদ হোসেনের পরিচালনায় এতে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, এফএম জাহিদ হাসান জাকির প্রমুখ বক্তৃতা করেন। সমাবেশে জানানো হয়, আজ আজ রোববার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা ফুলবাড়ীগেট, খুলনা-যশোর মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন