শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

দেবীগঞ্জে ধান সংগ্রহ অভিযান

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

পঞ্চগড় জেলা সংবাদাতা ঃ জেলার দেবীগঞ্জ উপজেলার সরকারী খাদ্য গুদামে ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান ক্রয়ের উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নুরুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু স্বদেশ, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ এমদাদুল হক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলামসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের দিনে বাবু স্বদেশের ধান ক্রয়ের মধ্যে দিয়ে উদ্বোধন ফিতা কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম। ওসি এলএসডি মোঃ মাজেদুল ইসলাম জানান, চলতি বোর মৌসুমে উপজেলায় ১৮৪৪ মে. টন ধান ক্রয়ের বরাদ্দ পাওয়া গেছে যা ২৩ টাকা কেজি দরে ক্রয় করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন