শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি সুনীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার উদ্বোধন হলো জাতীয় মৎস্য সপ্তাহের। র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহের কর্মকাণ্ড উদ্বোধন করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদন :

রাজশাহী ব্যুরো : মৎস অধিদপ্তর ও জেলা প্রশাসন রাজশাহী উদ্যোগে আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

স্টাফ রির্পোটার, গাইবান্ধা জানান : গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের থহুইপ মাহাবুব আরা বেগম গিনি।

চবি সংবাদদাতা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের উদ্যেগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফিশারিজ বিভাগের সভাপতি ড. হোসেন জামাল, ড. রাশেদ-উন-নবী, ড. আশরাফুল আজম খান ।

ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : দিবস উপলক্ষে ভেড়ামারা উপজেলা পরিষদের পুকুরে ৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।
বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে নানা জাতের মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাসর।

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদর চেয়ারম্যান ফারুক আলম টবি ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : সরোদ মঞ্চে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাহেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয় সম্পর্কিত কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যেগে দাউদকান্দি পৌর সদরে বর্ণাট্য র‌্যালি শেষে মাছ অবমুক্ত করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল ইসলাম খান।

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা : উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান অনুষ্ঠিত হয়।
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়া হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

ঈশ^রগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা :
উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা মসজিদ পুকুরে পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে রুমানা তুয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা সংবাদদাতা : উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আমির হোসেন আমু এমপি।

কাপ্তাই (রাঙ্গামাট)উপজেলা সংবাদদাতা : কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
কোটালীপাড়া(গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : জেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : র‌্যালি পৌর শহরের গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুড়ে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যন মো. রিয়াজ উদ্দিন মাছের পোনা অবমুক্ত করেন।

মংলা সংবাদদাতা : মংলা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে এতে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার।
ভাংগা (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : উপজেলা মৎস কর্মকর্তা দেবালা চক্রবতি নেতৃেত্ব উপজেলা মৎস অফিসের সামনে থেকে ব্যানার ফেস্টুনসহ এক বর্নাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

মৌলভীবাজার জেলা সংবাদদাতা : মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

নওগাঁ জেলা সংবাদদাতা : উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় নওগাঁ জেলা মৎস্য অফিসার ফিরোজ আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু।

ফুলপুর(ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী’র সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এস,এম মোসার সভাপতিত্বে উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মায়মুনা জাহান এর স্বাগত বক্তব্যে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টিনা পালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাইসুরা ইয়াসমিন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন