শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

মনোনয়নপত্র কিনছেন দু’প্যানেলের প্রার্থীরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৯, ৮:৩১ পিএম

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের আসন্ন নির্বাচনে মনোনয়ন পত্র কিনতে শুরু করেছেন দু’প্যানেলের প্রার্থীরা। রোববার ছিল মনোনয়নপত্র কেনার প্রথম দিন। জানা গেছে, প্রথম দিনে দু’প্যানেলের প্রার্থীরা অর্ধ শতাধিক মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

ইব্রাহিম চেঙ্গিস-শাহ আলম পরিষদ ২৩টি ও ফোরাম সমর্থিত সম্মিলিত প্যানেল কিনেছে ৪০টি মনোনয়নপত্র। চেঙ্গিস-শাহ আলম পরিষদ বাকি ১২টি মনোনয়নপত্র সোমবার শেষ দিনে ক্রয় করবে বলে জানা গেছে। সূত্র জানায়, ৩ আগষ্ট নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে কাউন্সিলরদের কাছে ভোট চাইতে যাচ্ছেন প্রার্থীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন