রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঈদের কেনাকাটায় বসুন্ধরা সিটিতে স্ক্র্যাচ কার্ড উৎসব

প্রকাশের সময় : ৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঈদের কেনাকাটায় দেশের অন্যতম বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘স্ক্র্যাচ কার্ড উৎসব ২০১৬’। ঈদ মৌসুমে স্ক্র্যাচ কার্ড ঘষে ক্রেতারা পাবে ১৩ হাজার ২০০টির মতো পুরস্কার। বসুন্ধরা সিটির ২১তম আয়োজনের প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি টয়োটা ভায়োস কার। ১৬৭টি মেগা পুরস্কারের সঙ্গে থাকছে দৈনিক ৪০০টির বেশি পুরস্কার।
রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গত শনিবার এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ঊর্ধ্বতন উপদেষ্টা (কারিগরি) ও বসুন্ধরা সিটির ইনচার্জ টি আই এম লতিফুল হোসেন, বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক শেখ আবদুল আলীম, ব্র্যান্ডিং প্রধান এম এম জসিম উদ্দিন, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (প্রশাসন ও মানবসম্পদ) মেজর (অব.) মোস্তফা রাহেল ইমাম, বসুন্ধরা সিটির দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান প্রমুখ।
বসুন্ধরা সিটি ঈদ শপিংয়ের স্ক্র্যাচ কার্ড উৎসব ২০১৬-এর ‘এক ঘষাতেই দারুণ ঈদ’-এর উদ্বোধন করেন লতিফুল হোসেন। তিনি বলেন, ‘আমরা প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন পুরস্কার ঘোষণা করেছি। প্রথমবারের মতো প্রতি ৫০০ টাকার কেনাকাটা করলে ক্রেতা একটি স্ক্র্যাচ কার্ড পাবে।’Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন