ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক চাপায় অজ্ঞাতনামা (৫০)এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ঈশ্বরগঞ্জ-দেওয়ানগঞ্জ রোডের খৈরাটি নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, নিহত নারী ঈশ্বরগঞ্জ পৌর সদর থেকে দেওয়ানগঞ্জের দিকে হেটে যাচ্ছিলেন ওই সময় দেওয়ানগঞ্জ থেকে ঈশ্বরগঞ্জ গামী একটি ইজিবাইক খৈরাটি নামক স্থানে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা অজ্ঞাত নারীকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
ঈশ্বরগঞ্জ থানার এস আই সজিব ঘোষ জানান, নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন