নেত্রকোনা জেলা সংবাদদাতা
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের বসন্তিয়া নামক স্থানে গতকাল বুধবার সকালে ইজিবাইকের চাপায় মারুফা আক্তার (৪) নামক এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বসন্তিয়া গ্রামের ফারুক মিয়ার কন্যা মারুফা আক্তার সকালে বাড়ীর সামনে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় মোহনগঞ্জ থেকে ঝিমটি বাজারগামী একটি দ্রুত গতির ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারুফা মৃত্যু হয়। এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন