স্পোর্টস রিপোর্টার : আগামী ২৪ ফেব্রæয়ারি থেকে ০৬ মার্চ পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। চার বাংরাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সাথে একটি দল মূলপর্বে যোগ দিতে আগামী ১৯ ফেব্রæয়ারি থেকে বাছাই পর্বে লড়বে আফগানিস্তান, হংকং, ওমান, আরব আমিরাত। সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের সঙ্গে লড়বে। সবক’টি ম্যাচই হবে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের বাছাইপর্বের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। বাছাইপর্বের শুরুর দিন ও শেষ দিন মাঠে গড়াবে দুটি করে ম্যাচ। মাঝের দুদিন অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ। চারদিনে মোট ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব খেলতে দলগুলো ঢাকায় আসবে ১৭ ফেব্রæয়ারি। বাছাইপর্বের প্রথম ম্যাচে ১৯ ফেব্রæয়ারি দুপুর দেড়টায় আফগানিস্তানের বিপক্ষে খেলবে আরব আমিরাত। সন্ধ্যা ৬টায় হংকং খেলবে ওমানের বিপক্ষে। বাছাইপর্বের খেলা শেষ হবে ২২ ফেব্রæয়ারি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন