শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লালপুরে ইউপি উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর পরাজয়

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৯, ৯:১৩ পিএম

নাটোরের লালপুর উপজেলার এক ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আ’লীগ প্রার্থীর পরাজয় হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার আড়বাব ইউনয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (আনারস) ৪ হাজার ৩শ ৫৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইমদাদুল হক পেয়েছেন ৩হাজার ৯শ ৮২ ভোট। আওয়ামী লীগের একজন ও সতন্ত্র ৩ জনসহ মোট ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করলে পদটি শুন্য হয়।
মোট ১০ টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মোট ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৩শ ৪৩ ভোট পড়েছে ১৪ হাজার ৮৬ জন ভোটার তাদের ভোটঅধিকার প্রয়োগ করেছেন। ভোট পড়েছে শতকরা ৬৬ ভাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন