স্পোর্টস রিপোর্টার : পপুলার লাইফ ইন্স্যুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী দিন জয় পেয়েছে বাংলাদেশ আনসার ও ওয়ারী ক্লাব। গতকাল ওয়ারী ক্লাব ৩-০ সেটে বাংলাদেশ পুলিশকে এবং আনসার ৩-০ সেটে হারায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস। এসময় বিওএ’র উপ-মহাসচিব ও ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্সের কর্মকর্তা আলমঙ্গীর ফিরোজ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন