শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ফিল্ডিং নিয়ে চিন্তিত কোচ-অধিনায়ক

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ১১:৫৭ পিএম

শ্রীলঙ্কা সফরে প্রথম ম্যাচে দলের ভরাডুরির অন্যতম প্রধান কারণ ছিল দুর্বল ফিল্ডিং। সেটা স্বীকার করেছেন দলপতি তামিম ইকবাল ও ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ। তবে তাদের বিশ্বাস এই অবস্থা থেকে দল ঘুরে দাঁড়াবে।

বাংলাদেশ দলের বাজে ফিল্ডিংয়ের বিষয়টি নিয়ে কোন লুকোচুরি করেননি তামিম। সরাসরি জানিয়ে দিয়েছেন, দলের ফিল্ডিং নিয়ে তারা চিন্তিত। কিন্তু তিনি দাবি করেছেন, বাংলাদেশ দল যেমন ফিল্ডিং করেছে, তার চাইতে দলটি অনেক ভালো। এ ব্যাপারে কোন সন্দেহ নেই এই তামিমের। দলের সেরা ফিল্ডাররাই বাজে ফিল্ডিং করেছে বলে মত তার, ‘সত্যি কথা হচ্ছে, আমরা যতটা বাজে ফিল্ডিং করছি, ততটা বাজে ফিল্ডিং দল আমরা না। যেটা সবচেয়ে হতাশার, ফিল্ডিংয়ে যে ভুল হচ্ছে, সেগুলো কিন্তু খুব ভালো ফিল্ডাররাই করছে।’

বিশ্বকাপ আসর থেকেই দলের এই বাজে ফিল্ডিং দেখে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। দলের এমন ধারাবাহিক বাজে পারফরমেন্সের পরও অধিনায়ক জানালেন, ‘আমরা আসলে যা করছি, এর চেয়ে অনেক ভালো ফিল্ডিং সাইড। আগে আমরা ভালো ফিল্ডিং করেছি, আমাদের অনেক ভালো ফিল্ডার আছে।’

সিরিজে ফিরতে চাইলে তাই খুব দ্রুত উন্নতি করার কথা জানিয়েছেন তামিম, ‘আজ (পরশু) অন্তত ১০/১৫ রান দিয়েছি বাজে ফিল্ডিংয়ে। খেলা শেষে এ ১০/১৫ রান খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এ জায়গায় খুব দ্রুত উন্নতি করতে হবে।’

অনেক সময় ব্যাটিং কিংবা বোলিংয়ে ফর্মহীন সময় পার করেন ক্রিকেটাররা। কিন্তু ফিল্ডিংয়ের ব্যাপারে কোন ফর্মে বিষয় নেই। চাই লেই ফিল্ডিংয়ে মনযোগ দিয়ে তাতে ভালো করা যায় বলে মনে করেন তামিম, ‘ব্যাটিং-বোলিংয়ে অনেক সময় অনেক কিছু হাতে থাকে না। ব্যাটিংয়ে খুব ভালো বল আসতে পারে, ভালো বলে চার হতে পারে। কিন্তু ফিল্ডিংয়ে চাইলেই ভালো করা যায়।’

চাইলেই যে উন্নতি করা যায় তা মানেন কোচ খালেদ মাহমুদও। তামিম যখন গতকাল নিজের ব্যাটিং আরেকটু শাণিয়ে নিতে এসেছিলেন, তখনো মাহমুদ বলেছেন ফিল্ডিং নিয়ে, ‘এটা অবশ্যই চিন্তার জায়গা। এটা তো টেকনিকের বিষয় না যে টেকনিকে পরিবর্তন আনব। মাঠে ছেলেরা কেমন আচরণ করছেন, কতটুকু মনোযোগী। ওরা যখন প্রভাব বিস্তার করতে শুরু করে তখন আরেকটু আত্মবিশ্বাসী থাকলে ভালো হয়। কিছু মিস ফিল্ডিং করেছি। কিন্তু আমরা ঘুরে দাঁড়াতে পারব বলে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, কাল যেমন করেছি আমরা তার চেয়ে ভালো ফিল্ডিং দল।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন