অ্যারিজোনার গেøনডেইলে গতকাল ভোরে মেক্সিকোর কাছে ৩-১ গোলের হার দিয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান শুরু করে উরুগুয়ে। এই ম্যাচের আগে আরো বাজে অভিজ্ঞতা হলো দেশটির ফুটবলারদের জন্য। ম্যাচের আগে তাদের জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভুল করে চিলির জাতীয় সঙ্গীত বাজিয়ে ফেলে কোপা আমেরিকা কর্তৃপক্ষ! এতে বিভ্রান্ত হয়ে পড়ে উরুগুয়ের খেলোয়াড়রা। এমন অনাকাক্সিক্ষত ভুলের জন্য অবশ্য ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেয় কোপা আমেরিকার শতবর্ষী আসরের আয়োজকরা, ‘এই সন্ধ্যায় ম্যাচ শুরুর আগের আনুষ্ঠানিকতার সময় মানবিক ভুলে আমরা অসাবধানতাবশত ভুল জাতীয় সঙ্গীত চালিয়েছি। আমরা এই ভুলের জন্য উরুগুয়ে ফুটবল ফেডারেশন, উরুগুয়ের জাতীয় দল, উরুগুয়ের মানুষ আর সমর্থকদের কাছে ক্ষমা চাইছি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন