শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বিসিবির প্রস্তাবে আকিব জাভেদের ‘না’

প্রকাশের সময় : ৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : হিথ স্ট্রিকের চুক্তি নবায়নের প্রক্রিয়াটা বিলম্বিত হওয়ায় বড় ধাক্কাই খেয়েছে বিসিবি। গত সোমবার হিথ স্ট্রিক বাংলাদেশ দলের বোলিং কোচ পদে চুক্তি নবায়নে আগ্রহী নন, ই-মেইলে সে সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়ায় তার রিপ্লেসমেন্ট হিসেবে পছন্দের বোলিং কোচের সম্ভাব্য তালিকায় যাদের নাম বিসিবি থেকে মিডিয়াকে বলা হয়েছে তাদের অধিকাংশই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছে। ভারতের সাবেক পেস বোলার ভেঙ্কটেস প্রসাদ বাংলাদেশের বোলিং কোচ হতে রাজি নন, তা মিডিয়াকে জানিয়েছেন ক’দিন আগে। ২০০৮-১০, এই তিন বছর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করা শ্রীলংকার চম্পকা রমানায়েকে দ্বিতীয় মেয়াদে শ্রীলংকা একাডেমির প্রধান কোচের দায়িত্ব বুঝে নেয়ায় তার পক্ষেও বিসিবির অফারকে গ্রহণ করা সম্ভব হয়নি। সংযুক্ত আরব আমিরাতের কোচের চাকরি ছেড়ে দেয়ায় বাংলাদেশ দলের হেড কোচের সম্মতি নিয়ে পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদকে দিয়েছিল অফার বিসিবি। এই অফার দেয়ার কথা বিসিবি বস নাজমুল হাসান পাপন এমপি জানিয়ে দিয়েছিল মিডিয়ায়। আজকের মধ্যেই পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলারের সিদ্ধান্ত জানিয়ে দেয়ার কথা ছিল। চুক্তির কাগজপত্রও ঠিকঠাক করে রেখেছিল বিসিবি। তবে আজ পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়নি, গতকালই বিসিবিকে ‘না’ বলে দিয়েছেন ২২ টেস্ট এবং ১৫৪ ওয়ানডে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই সাবেক পাকিস্তানি। গতকাল পাকিস্তানের শীর্ষস্থানীয় এক ইংরেজি দৈনিকে প্রথমে বেরিয়েছে এ খবর। পরবর্তীতে ক্রিকইনফোকে দেয়া সাক্ষাতকারে বিসিবির বোলিং কোচের অফার প্রত্যাখ্যানের কথা জানিয়েছেন আকিবÑ ‘গত শুক্রবার থেকে লাহোর কালান্দার্সে কাজ শুরু করে দিয়েছি। তাই আমার পক্ষে আর একটি দায়িত্ব পালন করা সম্ভব নয়। পিএসএলের (পাকিস্তান সুপার লিগ) দ্বিতীয় সংস্করণ শেষে হয়তোবা খÐকালীন মেয়াদে পরামর্শক কোচ হিসেবে ফাঁকা পেতাম, ফুল টাইম কোচ হিসেবে সময় দিতে পারতাম না। ঠিক এখন আমি লাহোর কালান্দার্সের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক করেছি। আমি তাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ। তাই বাংলাদেশ দলের বোলিং কোচের দায়িত্ব নেয়া ঠিক হবে না। ’
ই-মেইল বার্তায় আকিব জাভেদের অসম্মতি প্রকাশের কথা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসÑ ‘লাহোর কালান্দার্সের হয়ে কাজ করাকে অগ্রাধিকার দিচ্ছে বলে দু’টি বড় দায়িত্ব পালন করা সম্ভব নয় তার পক্ষে। বিনয়ের সাথে সে অবস্থানের কথাই জানিয়ে দিয়েছেন আকিব জাভেদ। আমরা জেনেছি, গত ২ জুন লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি হয়ে গেছে তার।’ বিসিবির প্রস্তাবে শুরুতে ‘না’ বলেননি আকিব জাভেদ। সংযুক্ত আরব আমিরাতের কোচের চাকরি ইস্তফা দিয়ে ভাগ্যান্বেষণে এই কোচ বিসিবির বোলিং কোচের অফারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার প্রতিশ্রæতি পর্যন্ত দিয়েছিলেন বিসিবিকে। বাংলাদেশ দলের অ্যাসাইনমেন্ট না থাকলে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কাজ করার অনুমতি পাবেন, বিসিবির পক্ষ থেকে সে আশ্বাস পর্যন্ত দেয়া হয়েছিল আকিবকে। তবে বিসিবির প্রস্তাব বিবেচনা করে পরবর্তীতে আকিব জাভেদ চূড়ান্ত পরিবর্তন করায় বিস্মিত হননি বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ ‘আমরা যখন তার সাথে যোগাযোগ করি, তখন কিন্তু সে আমাদের প্রস্তাবকে বিবেচনা করেছেন। তবে একসঙ্গে দু’টি গুরুদায়িত্ব চালিয়ে নেয়া অসম্ভব বলে আমাদেরকে ‘না’ বলে দিয়েছেন।’ পরিস্থিতির মুখে এখন বিকল্প বোলিং কোচ খুঁজতে হচ্ছে বিসিবিকে, সিইও সে তথ্যই দিয়েছেন। তবে যে নামগুলো এতদিন শুনেছে মিডিয়া, সেখানে এখন বাকি আছে চামিন্দা ভাস ও কার্টলি অ্যামব্রোস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন