শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মিটফোর্ডে ১০০ শয্যার ডেঙ্গু ইউনিট উদ্বোধন স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১১:১০ এএম

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ (মিটফোর্ড) মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে ১০০ শয্যার পৃথক নতুন ডেঙ্গু ইউনিট চালু হচ্ছে।বৃহস্পতিবার ( ০১ আগস্ট) সকাল ১১ টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে এ ইউনিটের উদ্বোধন করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্বোধনের পর স্বাস্থ্যমন্ত্রী হাসপাতলে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

সম্প্রতি রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় ১০০ শয্যার নতুন এ ইউনিট চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, হাসপাতালটিতে পৃথক কার্ডিয়াক সার্জারি বিভাগ খোলার জন্য যে ভবনটি তৈরি করা হয়েছিল সেটিতেই আপাতত ডেঙ্গু ইউনিট খোলা হচ্ছে।

চলতি বছর মিটফোর্ড হাসপাতালে (১ জানুয়ারি থেকে ৩১ জুলাই) মোট ১ হাজার ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন। তাদের অধিকাংশই জুলাই মাসে ভর্তি হন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৮ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন