শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

মশার ওষুধ আমদানি: ব্যাখ্যা দিতে সচিব হেলালুদ্দীন আহমদ হাইকোর্টে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ২:৪৯ পিএম

ডেঙ্গুর মশা মারতে বিদেশ থেকে যথাযথ ওষুধ আনার বিষয়ে কিছু অভিযোগের ব্যাখ্যা জানাতে স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ হাইকোর্টে হাজির হয়েছেন। এর আগে মশা নিধনে বিদেশ থেকে নতুন ওষুধ আনার ক্ষেত্রে গড়িমসিতে তাঁকে তলব করেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার বিদেশ থেকে ওষুধ আনার প্রক্রিয়া নিয়ে দুই সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আইনজীবীদের দুই ধরনের বক্তব্যের পর বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ ওই সচিবকে হাইকোর্টে দুপুর ২টার মধ্যে আসতে বলেছিলেন।

সে সময় শুনানিতে দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আদালতে অংশ নেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং উত্তর সিটি করপোরেশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌফিক ইনাম টিপু। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান ও সহকারী অ্যাটর্নি জেনারেল সায়রা ফাইরোজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন