শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফরিদপুরের মধুখালীতে ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ স্পৃষ্টে আহত চোর আটক

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ২:৪৩ পিএম

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হওয়া এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার ভোররাত (ভোর সাড়ে চারটার দিকে) তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম বিপ্লব শেখ (২২)। সে কুষ্টিয়ার কুমারখালীর ছোট কসবা গ্রামের লিটন শেখের পুত্র।

ফরিদপুর পল্লী বিদ্যুতের জিএম মো. আবুল হাসান জানান, চুরি করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হয়ে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়। তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তিনি জানান, এ ঘটনার কিছু সময় আগে গোপালপুর থেকে আরো একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

এ প্রসঙ্গে মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, আটক ব্যক্তির স্বীকারোক্তি মোতাবেক রমজান আলী নামের একজনকে আটক করা হয়েছে। চক্রের সাথে সম্পৃক্ত অন্যদেরও আটকের চেষ্টা চলছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন