বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে ৫০ হাজার পুলিশ: ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১:০৬ পিএম

এডিস মশা প্রতিরোধে ঢাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পুলিশ লাইন এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে। এরপর আমরা এডিস মশার লার্ভা ধ্বংসে ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দিয়েছি।

আজ শনিবার (৩ আগস্ট) সকালে রাজারবাগ পুলিশ লাইনে ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে। তবে ঈদের আগেই এটা নির্মূলের চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, মশা নিয়ন্ত্রণ শুধু সরকার-স্বাস্থ্য বিভাগ একা করতে পারবে না, এজন্য সবার সচেতন হতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন