শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০

ঠাকুরগাঁও সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০১৯, ১:১৪ পিএম | আপডেট : ১:২৩ পিএম, ৩ আগস্ট, ২০১৯

ঠাকুরগাঁও সদরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দিনাজপুর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই জনের মৃত্যু হয়।


নিহতরা হলেন- ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী মিস্ত্রিপাড়া গ্রামের আনোয়ারা বেগম (৫০) ও একই উপজেলার ধুকুর ঝাড়ী গ্রামের কামরুনেচ্ছা (৫০)।

বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের ঠাকুরগাঁও হাসপাতাল থেকে দিনাজপুর মেডিক্যালে পাঠানো হয়। পরে রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

এর আগে শুক্রবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। পরে আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে দুইজন মারা যান। অবস্থার অবনতি হওয়ায় রংপুরে রেফার করা হলে পথে মারা যান আরও একজন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন