দেশের উন্নয়নে কীভাবে অবদান রাখতে হয়- তা শেখার জন্য মালয়েশিয়ার যুবকদের তুরস্কে যেতে বললেন দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়ার জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রদের এক অনুষ্ঠানে রোববার তিনি এ পরামর্শ দেন। যুবসমাজের উদ্দেশ্যে মাহাথির আরও বলেন, পশ্চিমা জীবনাচার ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ে দেশে দুর্নীতি বাড়ছে। পশ্চিমা সাংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়লে আমরা আবার পশ্চিমা ঔপনিবেশে চলে যাব। তিনি মনে করিয়ে দেন, আজ তুরস্ক যে অবস্থানে এসেছে- কঠোর পরিশ্রমের মাধ্যমে তার পেছনে সব চেয়ে বড় অবদান রেখেছেন দেশটির সব শ্রেণিপেশার মানুষ। আনাদোলু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন