গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর এলাকার বোয়ালিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে সৈয়দপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দুই যাত্রী নিহত এবং আহত হন তিনজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন