বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়া রাগবি সেভেন্সে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ৮:৫৩ পিএম

এশিয়া রাগবি সেভেন্স টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ পুরুষ ও নারী রাগবি দল। ১০ ও ১১ আগস্ট জাকার্তায় অনুষ্ঠিত হবে দু’দিনব্যাপী এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের পুরুষ বিভাগে খেলবে কোরিয়া, ভারত, লাওস, বাংলাদেশ, কাতার, ফিলিপাইন, গুয়াম, স্বাগতিক ইন্দোনেশিয়া, ব্রুনাই ও চাইনিজ তাইপে। নারী বিভাগের দলগুলো হলো- স্বাগতিক ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, থাইল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, মালয়েশিয়া ও লাওস।

টুর্নামেন্টে এর আগেও খেলেছে বাংলাদেশ। তবে পুরুষ বিভাগে। এবারই প্রথম নারী বিভাগে দল পাঠিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। লাল-সবুজের পুরুষ দলে ১০ জন খেলোয়াড়ের মধ্যে ৯ জনই সেনাবাহিনীর। নারী দলে রংপুরের ৫ জন, ঠাকুরগাঁও ও ঢাকার ২ জন করে এবং নীলফামারীর একজন খেলোয়াড় রয়েছেন। প্রায় দেড় মাসের প্রস্তুতি শেষে টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ দল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন